বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এরইমধ্যে বিভিন্ন দল প্রচার ও কৌশল স্থির করার কাজ শুরু করে দিয়েছে। ভোট-যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন কংগ্রেস নেত্রীও
প্রিয়ঙ্কা গাঁধী উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী
ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সফর করছেন প্রিয়ঙ্কা গাঁধী
সম্প্রতি প্রিয়ঙ্কা জানিয়েছেন, কংগ্রেস রাজ্যে জোট বেঁধে নয়, একক শক্তিতে লড়বে
ভোজপুরী সিনেমার অভিনেত্রী
ভোটের ময়দানে প্রিয়ঙ্কার গাঁধীর সঙ্গে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছেন রচনা
রচনা বলেছেন, ভোটে লড়াই করলে প্রিয়ঙ্কার থেকে বেশি সমর্থন পাবেন তিনি
বারাণসীতে শ্যুটিং করতে এসে এই মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রচনা
স্নাতকস্তর পর্যন্ত পড়াশোনা উত্তরপ্রদেশে, তারপর দিল্লিতে জনসংযোগ নিয়ে পড়াশোনা
ভোজপুরী তারকা খেসারি লাল যাদবের জনপ্রিয় গানে কাজ করেছেন তিনি। এখন তাঁর দুটি সিনেমার শ্যুটিং চলছে