সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কী সম্পর্কে রয়েছেন বড়পর্দার অভিনেত্রী সোহিনী সরকার? টলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে সেই গুঞ্জন, আর তাতেই যেন আগুনে ঘি ঢালল সোহিনীর জন্মদিনের একটি ছবি! সদ্য জন্মদিন গিয়েছে সোহিনীর। এই দিনটা বিশেষভাবে কাটাতে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিল সোহিনীর ঘনিষ্ঠ বন্ধুরা, আর সেই তালিকায় রয়েছেন শোভনও! প্রান্তিকের ভাগ করে নেওয়া ছবিতে সোহিনীর বন্ধুদের দলে দেখা গেল শোভনকেও। সদ্য রণজয়ের সঙ্গে সম্পর্ক ভেঙেছে সোহিনীর, অন্যদিকে সম্পর্ক ভেঙেছে শোভনেরও। স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিল শোভন যা এখন অতীত। শোনা যাচ্ছে এবার বড়পর্দার নায়িকাকেই মন দিয়েছেন শোভন নিজেদের সম্পর্কের বিষয়ে অবশ্য মুখ খোলেননি সোহিনী বা শোভন কেউই, তাঁরা বার বারই জানিয়েছেন, তাঁরা ভাল বন্ধু। আগামীতে দুর্গরহস্য ওয়েব সিরিজে সত্যবতীয় ভূমিকায় দেখা যাবে সোহিনীকে। সোহিনীর হাতে রয়েছে একাধিক ছবির কাজও।