অনেক বছর পরে এবার সন্দীপ্তা সেনের পুজো কাটবে কলকাতায়, কোথাও ঘুরতে যাবেন না তিনি। পরিবার ও বন্ধুদের সঙ্গে এবার পুজো কাটাবেন সন্দীপ্তা, সঙ্গে রয়েছে খাওয়া দাওয়ার লম্বা তালিকাও পুজোয় নো ডায়েট.. লুচি-আলু-চচ্চড়ি ও খিচুড়ি ভোগ খাবেন সন্দীপ্তা, থাকবেন আবাসনের পুজোয়। এখনও নাকি পুজোর কেনাকাটা হয়নি সন্দীপ্তার, কেবল দুটো একরঙের মলমলের শাড়ি কিনেছেন তিনি। অষ্টমীতে আবাসনের পুজোয় পরিবারের সঙ্গে অঞ্জলি দেবেন সন্দীপ্তা, আর ভোগ মিস করবেন না কিছুতেই। পুজোর মধ্যের একটা দিনে বাবা-মা ও সৌম্যকে নিয়ে রেস্তোরাঁয় বাঙালি খাবার খেতে যাওয়ার পরিকল্পনা রয়েছে সন্দীপ্তার। বাবা-মায়ের জন্য কেনাকাটা হয়ে গিয়েছে সন্দীপ্তার, মায়ের জন্য শিফন শাড়ি আর বাবার জন্য কোট-প্যান্ট। পুজোয় বিশেষ কোনও রূপচর্চা নয়, হালকা মেক আপেই ভরসা রাখেন সন্দীপ্তা। পুজোর সময় কেবল ছুটি কাটাবেন, ফলে সপ্তমী থেকেই কাজ বন্ধ সন্দীপ্তার। বন্ধুদের বাড়ি রাত জেগে আড্ডা আর পরিবার, খাওয়া দাওয়ায় কাটবে সন্দীপ্তার পুজো।