'মিস ইউনিভার্স' বলে কথা! সৌন্দর্য ও জীবনবোধ যে তাঁর মধ্যে হাতে হাত ধরে চলবে, এটাই প্রত্যাশিত। অবশ্য বার বার প্রত্যাশার থেকে অনেক বেশ কিছু দিয়ে যান হরনাজ সন্ধু। এবারও ব্যতিক্রম হল না। ইনস্টাগ্রামে দুরন্ত ছবি, সঙ্গে দৃপ্ত ক্যাপশন দিলেন হরনাজ। লিখলেন, 'প্রশংসা বা সমালোচনা, কোনওটাকেই মস্তিষ্কে বা মনে বেশি জায়গা দেওয়া যাবে না।' আইস ব্লু রংয়ের প্যান্টস্য়ুট, সঙ্গে মানানসই সাজ, অসামান্য লাগছিল তাঁকে। ছবি-সহ বার্তাটি হরনাজ এমন দিনেই দিয়েছেন যেদিন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। কলম্বিয়া থেকে ছবিগুলি পোস্ট করেছেন তিনি। মাত্র ২১ বছর বয়সে মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন এই তরুণী। তার হাত ধরেই দু-দশক পর কোনও ভারতীয়ের মাথায় এই মুকুট উঠল। তবে শুধু গ্ল্যামারের চাকচিক্য নয়। বিশ্বজুড়ে মেয়েদের ঋতুকালীন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনেও সামিল হরনাজ।