অবশেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তের বিবাহের রহস্যভেদ। আসছে নতুন ছবি। ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত নতুন ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' ছবির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নন, তবে তাঁকে এই ছবিতে দেখা যাবে। 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'-র নায়ক অভিনেতা ঋষভ বসু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নন, পর্দায় বিয়ে হবে ঋষভের চরিত্রের। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত থাকলেও তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করছেন না। ঋষভের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার পরিচিত মুখ ঈপ্সিতা মুখোপাধ্যায়কে। এই ছবির হাত ধরে প্রথমবার বড়পর্দায় পা রাখবেন ঈপ্সিতা ঋষভ বসু আর ঈপ্সিতা মুখোপাধ্যায়ের বিয়েকে কেন্দ্র করেই এগিয়ে যাবে ছবির গল্প।