প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব সাজেই নজরকাড়া ঋতাভরী। এবার পুজোয় নায়িকার স্টাইল স্টেটমেন্ট কী? এবিপি লাইভকে ঋতাভরী জানালেন, পুজোর সময় ঋতাভরীর প্রথম পছন্দ শাড়ি। তবে পুজোর সময় দূরে কোথাও যেতে হলে আনারকলি সালোয়ার কামিজই ঋতাভরীর প্রথম পছন্দ। হাঁটাচলা বেশি হয় বলে পুজোয় হিল জুতো পরেন না ঋতাভরী। ফ্ল্যাট স্লিপার বা অন্য যে কোনও হিল ছাড়া জুতো তাঁর পছন্দ। পুজোর সময় গরমের কথা মাথায় রেখেই সবসময় সুতির পোশাক বাছেন ঋতাভরী এবার পুজোয় শাড়ি ও সালোয়ার সঙ্গে মিলিয়ে সোনার গয়নাই পরবেন ঋতাভরী। পুজোয় তথাগতর উপহারে দেওয়া সবুজ শাড়িতে একদিন সেজে উঠবেন অভিনেত্রী। সাজগোজ ভালোবাসেন ঋতাভরী, তবে সবসময় মাথায় রাখেন তা যেন আরামদায়ক হয়। পুজোর সময় পরিবারের সঙ্গে সময় কাটাবেন ঋতাভরী তবে সমানতালে থাকবে কাজের ব্যস্ততাও।