নতুন চ্যালেঞ্জ রুক্মিণী মৈত্রের। ব্যোমকেশ দেবের বিপরীতে এবার রুক্মিণীর চরিত্রে দেখা যাবে তাঁকে।

আজ থেকেই শুরু হয়ে যাবে শ্যুটিং। প্রথম শিডিউল কলকাতায়, এরপর মধ্যপ্রদেশে হবে ছবির শ্যুটিং।

রুক্মিণীর কাছে প্রথম ছবির অফার নিয়ে আসেন বিরসাই, প্রথমে ভাবনাচিন্তা করলেও, পরে সত্যবতীর চরিত্র টেনেছিল রুক্মিণীকে।

রুক্মিণীর কথায়, 'সত্যবতী শুধু বাঙালি গৃহবধূ নয়, তার মধ্যে একটা অসম্ভব বুদ্ধিমত্তার ছাপ রয়েছে। সে ব্যোমকেশকেও কখনও কখনও বুদ্ধি দেয়।'

ছবির চিত্রনাট্য অনুযায়ী, রুক্মিণী অন্তঃস্বত্তা। 'চ্যাম্প'-এর দীর্ঘদিন পরে একজন অন্তঃস্বত্তার অভিনয় করা রুক্মিণীর কাছে অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ।

এই ছবির জন্য দামিনী বসু বেণীর সঙ্গে নিয়মিত ওয়ার্কশপ করছেন রুক্মিণী, রপ্ত করছেন পুরনো দিনের চালচলন।

কাউকে অনুসরণ বা অনুকরণ নয়, বিরসার কথা অনুযায়ী, নিজের মতো করেই সত্যবতীর চরিত্রকে অনুধাবন করে, পর্দায় ফুটিয়ে তুলবেন রুক্মিণী।

সত্যবতী হিসেবে রুক্মিণীর রূপটানেও থাকছে চমক, সেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী, তবে এখনও প্রকাশ্যে আসেনি লুক।

দুর্গরহস্য নিয়ে রুক্মিণীর মত, 'কমার্শিয়ালাইজেসন ও বাঙালি আবেগকে এই প্রথম মিলিয়ে দেবে ব্যোমকেশ'

ব্যোমকেশ দেবের সঙ্গে সত্যবতী রুক্মিণীর রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।