সম্প্রতি ফের চর্চায় টেলি অভিনেত্রী শেহনাজ গিল। শুক্রবার সকালে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী। বাদামী টপ ও বেইজ রঙা প্যান্ট, চোখে সানগ্লাস। মুম্বই থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে পাপারাৎজিদের জন্য পোজ দিলেন শেহনাজ। সম্প্রতি সলমন খানের বোন অর্পিতা শর্মার ইদের পার্টিতে ভাইজানের সঙ্গে ফ্রেমবন্দি হন শেহনাজ গিল। পার্টিতে সলমন খানকে বাহুডোরে বাঁধতে দেখা যায় শেহনাজকে। সেই থেকে লাইমলাইটে সলমন-শেহনাজ। বিগ বসের মঞ্চ থেকেই সলমনের সঙ্গে পরিচিতি তাঁর। চোখধাঁধানো কালো পোশাকে পার্টিতে ছিলেন শেহনাজ। আলিঙ্গনে আবদ্ধ হন সলমনের। কাঁধে এলিয়ে দেন মাথা, কানে ফিসফিস করে কী যেন বলেন। পার্টি শেষে নিজের গাড়ির দিকে সলমনকে টেনে নিয়ে যান শেহনাজ। আবদারের গলায় বলেন, 'আমায় বাড়ি ছেড়ে দাও প্লিজ।' সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ভক্তরা তাঁদের জুটির ভূয়সী প্রশংসা যেমন করেছেন তেমনই কটাক্ষও করেছেন। পার্টির পর শেহনাজকে গাড়িতে করে বাড়িও পৌঁছে দেন সলমন। তাঁদের ঘনিষ্ঠতা নজর কাড়ে সবার। প্রসঙ্গত বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শেহনাজ গিল। সেটাও সলমন খানের ছবি দিয়ে। জানা গিয়েছে, সলমন খানের আগামী ছবি 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে দেখা যাবে শেহনাজ গিলকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন আয়ুষ শর্মা।