আইপিএলের ইতিহাসে সবচেয়ে কৃপণ বোলার, ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন, ওভার প্রতি মাত্র ৬.৪০ রান খরচ করেছেন আইপিএলের ইতিহাসে কৃপণতম বোলারদের তালিকায় দুইয়ে ড্যানিয়েল ভেট্টোরি। ওভার প্রতি খরচ করতেন ৬.৫৬ রান। আইপিএলে ৪২ ম্যাচ খেলে অনিল কুম্বলে ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৬.৫৮ রান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা আইপিএলে ১৪ ম্যাচ খেলে ওভার প্রতি ৬.৬১ রান করে খরচ করেছেন আইপিএলে ১৪৪ ম্যাচ খেলে ফেলার পরেও ওভার প্রতি সুনীল নারাইন খরচ করেছেন মাত্র ৬.৬৪ রান আইপিএলে ৬৬ ম্যাচ খেলেছেন কিংবদন্তি মুথাইয়া মুরলীথরন, ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৬.৬৮ রান আইপিএলে ২১টি ম্যাচ খেলেছেন ফান ডার মারউয়ি, ওভার প্রতি ৬.৭৪ রান খরচ করেছেন আইপিএলে ১৯টি ম্যাচে ওভার প্রতি ৬.৮৭ রান করে খরচ করেছেন জয়ন্ত যাদব আইপিএলে ডেল স্টেন খেলেছেন ৯৫ ম্যাচ, ওভার প্রতি মাত্র ৬.৯২ রান খরচ করেছেন ইয়োহান বোথা তালিকায় দশে, আইপিএলে ৩৪ ম্যাচে ওভার প্রতি ৬.৯২ রান খরচ করেছেন