বৃহস্পতিবার বনগাঁয় অমিত শাহ বলেন, 'হিঙ্গলগঞ্জে অত্যাধুনিক ভাসমান বিওপি-র উদ্বোধন করা হয়েছে।

বিধানসভা ভোটের পর, দু’ দিনের সফরে বৃহস্পতিবার এলেন অমিত শাহ।

অমিত শাহের সভা থেকে দফায় দফায় বঙ্গভঙ্গের দাবি বিজেপি বিধায়কদের।

বুধবার সকালে কোচবিহার জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠক।

বৃহস্পতিবার বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করেন তিনি। অমিত শাহের বক্তৃতায় উঠে আসে BSF প্রসঙ্গ। BSF নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শাহ।

এ দিন সুন্দরবন এলাকার জন্য ওয়াটার অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শিলিগুড়ি নৌকাঘাটে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ভোটের পর প্রথমবার বাংলায় এসেই মমতাকে আক্রমণে অমিত শাহ। আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহের আক্রমণ।

সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধন করেন

বৃহস্পতিবার সন্ধেয় শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভায় উপস্থিত হন অমিত শাহ।