একটি মন্তব্য ও তাতেই বিতর্কের ঝড়! শেষমেষ, নিজের বক্তব্যের জন্য প্রায় ক্ষমা চাইলেন অভিনেত্রী কাজল? দেশের রাজনৈতিক নেতা-নেত্রীদের নিয়ে হঠাৎ কী বেফাঁস মন্তব্য় করেছিলন বলিউড অভিনেত্রী কাজল? সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল', সেখানে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে কাজলকে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, 'আমাদের দেশে পরিবর্তন আসছে কিন্তু খুব ধীরে' 'কারণ আমাদের দেশ ঐতিহ্যের গণ্ডির মধ্যে নিহিত। আমরা একই ধরনের চিন্তায় আবদ্ধ হয়ে পড়েছি, সেটা শিক্ষা সম্পর্কিত' 'খারাপ লাগলেও আমায় এটা বলতে হচ্ছে যে আমাদের দেশ এমন কিছু মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে, যাঁদের প্রাথমিক শিক্ষাটুকুও নেই' এমনকি তাঁদের ভালমন্দের বিচারটুকুও নেই। শিক্ষা আমাদের অন্তত সেটুকু বোঝার সুযোগ দেয়।' কাজলের এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই, ক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী। শেষে সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য লেখেন তিনি আজ একটি ট্যুইট করে কাজল লেখেন, 'আমি কেবলমাত্র শিক্ষা নিয়ে নিজের মতামত দিয়েছি।' 'কোনও বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতা-নেত্রীকে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না।'