বলিউডে সোনু সুদের প্রথম সিনেমা Shaheed-E-Azam। এই ছবিতে ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। সোনু সুদ প্রথম বড় ব্রেক পান মণি রত্নমের ছবি 'যুবা'- তে। ২০০৪ সালে রিলিজ হয়েছিল এই সিনেমা। এরপর ২০০৫ সালে 'আশিক বনয়া আপনে' ছবিতেও নজর কেড়েছিলেন সোনু সুদ। ২০০৮ সালে বলিউডে তিন তিনটি ছবি রিলিজ করেছিল সোনু সুদের। 'যোধা আকবর', 'সিং ইজ কিং' এবং 'এক বিবাহ অ্যায়সা ভি'- এই তিনটি ছবিতে দেখা গিয়েছিল সোনু সুদকে। এরপর ২০১০ সালে রিলিজ হয় 'দাবাং'। এই ছবিতে ছেদি সিংয়ের চরিত্রে সাড়া জাগিয়েছিলেন সোনু সুদ। ২০১৩ সালে ফের তিনটি হিন্দি ছবি মুক্তি পেয়েছিল সোনু সুদের। 'শুটআউট অ্যাট ওয়াডালা', 'রামাইয়া ওয়াস্তাওয়াইয়া' এবং 'আর রাজকুমার' ছবিতে নজর কেড়েছিলেন সোনু সুদের অভিনয়। এরপর 'হ্যাপি নিউ ইয়ার' এবং 'সিম্বা' ছবিতেও দেখা গিয়েছে সোনু সুদকে। সম্প্রতি 'সম্রাট পৃথ্বীরাজ' সিনেমায় চাঁদ বরদইয়ের চরিত্রে দেখা গিয়েছে সোনু সুদকে।