৩১ জুলাই। ৩০-এ পা দিলেন এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী কিয়ারা আডবাণী। বলিউড ডিভার জন্মদিনে ফিরে দেখা যাক, তাঁর এ পর্যন্ত সফল সিনেমাগুলির ঝলক। ২০১৯-এ মুক্তি পায় 'কবীর সিং'। বিপুল সমালোচিত হলেও বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করে। কিয়ারার কেরিয়ারের সবচেয়ে সফল ছবি এটি। এই ছবি বক্স অফিসে ৩৮০ কোটি টাকার ব্যবসা করে। অনীস বাজমী পরিচালিত কিয়ারার দ্বিতীয় হরর-কমেডি ছবি 'ভুল ভুলাইয়া ২'। কোভিড পরবর্তী বক্স অফিসে ২৭০ কোটি টাকার ব্যবসা করে। 'ধর্মা প্রোডাকশনস' প্রযোজিত কিয়ারার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'যুগ যুগ জিও'। কর্মরতা স্ত্রী, যে তাঁর দীর্ঘদিনের প্রেমিক-স্বামীর থেকে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন, এমন এক চরিত্রে দেখা যায় কিয়ারাকে। ক্যাপ্টেন বিক্রম বাত্রা জীবনের ওপর নির্ভর করে তৈরি 'শেরশাহ'-এ কিয়ারা আডবানীকে দেখা যায় সিদ্ধার্থ মলহোত্রর বিপরীতে। ছবিটি 'আইফা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড' পায়।