পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় অভিনেত্রী সোনম কপূর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। সদ্য, সোশ্যাল মিডিয়ায় নিজের সাধের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোনম নিজেই। ঘরোয়া পার্টিতে হাজির ছিলেন ঘনিষ্ঠ অতিথিরা, খোলা আকাশের নিচে ছিল খাওয়াদাওয়ার আয়োজন। সিল্কের রুমালের ভাঁজে লেখা ছিল সোনমের নাম, পার্টি সাজানো হয়েছিল বেগুনে ফুলে। অনিল কন্যার এই বিশেষ দিনে পরিবেশকে সাজিয়ে তোলার অন্যতম উপকরণ ছিল বিভিন্ন ফুল। সুবাসে মেতেছিল চারিদিক। দেশি থেকে বিদেশি, ছিল উপাদেয় খাবারের আয়োজন। সেই ছবিও ভাগ করে নিয়েছেন সোনম। সুতোর কাজ তোলা রুমাল, ছোট্ট ছোট্ট হরেক রকম উপহার হবু মায়ের হাতে তুলে দিলেন শুভাকাঙ্ক্ষীরা। উপস্থিত ছিলেন সোনমের বোন রিয়া কপূরও গোলাপি গাউনে পরির মতো হাসছিলেন সোনম। পরিতৃপ্ত মুখ আসন্ন মাতৃত্বের আলোয় ঝলমলে। সাধের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সঙ্গীতশিল্পী লিও কল্যাণ। ‘মসক্কলি’ গেয়ে উঠলেন হঠাৎ ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন সোনম আর আনন্দ। ২০২২-এর মার্চ মাসে সোনমের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেন দম্পতি