যাঁদের কোলেস্টেরল বা রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁরা সতর্ক হন। পার্টনারের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। চলতি সপ্তাহটা খুবই চ্যালেঞ্জিং হতে পারে। সরকারি কর্মীদের বদলির সম্ভাবনা রয়েছে। যাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন, তাঁরা সময়টা উপভোগ করবেন। ছাত্রদের মনযোগের উন্নতি হবে। যাঁরা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাঁদের পক্ষে সময়টা ভাল। ভাই-বোনদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। সাফল্যের জন্য নিজের সেরাটা দেবেন। শরীরে যন্ত্রণা হতে পারে। বিশেষ করে কাঁধে। বন্ধুদের সঙ্গে ইগোর সমস্যা হতে পারে। ওয়ার্ক-আউট রুটিন অনুসরণ করুন। তাতে আপনার শক্তি ও মানসিক সন্তুষ্টি থাকবে। নিজের দর্শন ও ব্যক্তিত্ব নিয়ে সতর্ক থাকবেন। পরিবারের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। চলতি সপ্তাহে ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনি সাহসী থাকবেন। ছোটদের প্রতি যত্নবান থাকবেন। বিকল্প আয়ের জন্য শুভ সময়। যাঁরা চাকরি করেন, তাঁরা আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করতে পারেন। এই সময়ে সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। পৈত্রিক সম্পত্তি থেকে লাভ হতে পারে। চলতি সপ্তাহে বিবাহিতদের সম্পর্কে অসন্তোষ দেখা দিতে পারে। সঙ্গীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন। এই সময়ে কঠোর পরিশ্রমের ফল পাবেন ছাত্ররা।