ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কালো আঙুর

এতে থাকা রাডিক্যাল ফ্রি পলিফেনল যৌগ হাইপারটেনশন নিয়ন্ত্রণে সহায়ক

এর ফলত্বকে থাকা রিসভেরাট্রল আপোপটোসিস ক্যান্সার সেল ধ্বংস করে।

এটি চোখের কোষের অকালবার্ধক্য রোধ করে।

টির রাইবোফ্লাভিন শুধুই মেমোরি পাওয়ার ই বাড়ায় না বরং মাইগ্রেন ও সামাল দেয়

স্মৃতিশক্তি বাড়াতে কালো আঙুরের জুড়ি মেলা ভার

হাড়ের ক্ষয় রুখতে খেতে পারেন কালো আঙুর

রূপচর্চার কাজেও লাগে এটি।

এতে থাকে প্রচুর পরিমানে ফাইবার যা স্কিনের এপিডার্মাল সেলকে জেল্লাদার করে

কালো আঙ্গুর সেলাটোনিন এ ভরপুর। যা মানুষের মানুষের শরীরে অক্সিটোসিন এর পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে ঘুম গাঢ় হয়।