সুস্মিতা সেনকে সম্প্রতি একটা সোনালী রঙের 'থাই-স্লিট' গাউনে ফটোশ্যুট করতে দেখা গেল
এক কথায় 'গোল্ডেন গার্ল', ঝলমলে পোশাকে ঠিক যেন 'ডিভা'
ফটোগ্রাফারদের জন্য একাধিক পোজ দিলেন অভিনেত্রী, নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করলেন
৪৬ বছরের অভিনেত্রী ফের একবার প্রমাণ করলেন যে 'বয়স কেবল সংখ্যামাত্র'
ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, 'ছড়িয়ে যাওয়া ছবিতে একজন লক্ষ্যে স্থির মহিলা'
কাজের ক্ষেত্রে, সুস্মিতা সেন এখন ওটিটিতেও অভিষেক করে ফেলেছেন।
কাজের ক্ষেত্রে, সুস্মিতা সেন এখন ওটিটিতেও অভিষেক করে ফেলেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'আরিয়া'।
'ফিটনেস'-এর জন্যও বেশ বিখ্যাত সুস্মিতা সেন। তাঁর যোগা বা জিমের ভিডিও অনুপ্রেরণা দেয়
১৯৯৪ সালে, কিশোরী বয়সে, সুস্মিতা, 'ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স' খেতাব জিতেছিলেন। এবং মিস ইউনিভার্স ১৯৯৪ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার অর্জন করেছিলেন
'মিস ইউনিভার্স'-এর খেতাব জেতার পর ১৯৯৬ সালে সিনেমায় অভিনেত্রী হিসেবে পথচলা শুরু। প্রথম ছবি 'দস্তক'।