করোনা পরিস্থিতিতে রাশিয়ায় ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু
রাশিয়ার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। কাজেই নির্ভয়ে মাস্ক ছাড়াই ঘুরলেন অভিনেত্রী
বোনের সঙ্গে রাশিয়া ঘুরতে গিয়েছেন তাপসী। ভাড়া নিয়েছেন আস্ত একটা বাড়িই।
ঘোরার জন্য তাপসী কখনও বেছেছেন শাড়ি আবার কখনও লম্বা গাউন।
ছবি শেয়ার করে তাপসী লিখেছেন, ‘অবশেষে ওল্ড নরমাল-এ ফেরা।'