শুরু ইউরো কাপ। গতবারের চ্যাম্পিয়ন পর্তুগালের সামনে খেতাবরক্ষার লড়াই। গতবার ইউরো কাপে লড়াকু ফুটবল খেলেছিল পর্তুগাল। নির্ধারিত ৯০ মিনিটে মাত্র একটি ম্যাচ জিতেছিলেন রোনাল্ডোরা। তবু ট্রফি জিতেছিলেন। ইউরো কাপ শুরুর আগে স্পেনের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলবে পর্তুগাল। ম্যাচ শুরু রাত ১১টায়। বিশ্বের একমাত্র ফুটবলার হিসাবে চারটি ইউরো কাপে গোল করা নজির রয়েছে এবার পঞ্চম ইউরোতেও কি ঝলসে উঠবে তাঁর পা? জাতীয় দলের জার্সিতে ১৭৩ ম্যাচে ১০৩ গোল রয়েছে রোনাল্ডোর। আর ৬টি গোল করতে পারলেই আলি দাইয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করবেন তিনি। ৩৬ বছরের রোনাল্ডোর পাশাপাশি পর্তুগালের ভরসা জোয়াও ফিলিক্স বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ়, রুবেন ডায়াস, দিয়োগো জোতা।