চার দশক পর অবসর নিল হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল আইএনএস সন্ধ্য়ায়ক। ভারতীয় নৌসেনার আইএনএস সন্ধ্য়ায়ক। নৌসেনার প্রাচীনতম হাইড্রোগ্রাফি সার্ভে ভেসেল | বিশাখাপত্তনমের নৌসেনা ডকইয়ার্ডে বিদায় সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নৌসেনার অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল বিনয় বাধওয়ার। জাহাজের মাস্তুল থেকে জাতীয় পতাকা, নৌসেনার পতাকা ও ধ্বজা নামিয়ে আনা হয়। নৌসেনার ব্যান্ডের সুরের মূর্ছনায় সন্ধের পরিবেশ আরও মায়াবী হয়ে উঠেছিল। দুশোর ওপর হাইড্রোগ্রাফিক সমীক্ষা বা জরিপের কাজ চালিয়েছে আইএনএস সন্ধ্য়ায়ক। পাশাপাশি অনেক দেশের জন্য হাইড্রোগ্রাফির কাজ করেছে আইএনএস সন্ধ্য়ায়ক। অপারেশন রেনবো অভিযানে অংশ নিয়েছে আইএনএস সন্ধ্য়ায়ক। হাইড্রোগ্রাফি হল পৃথিবীর জলভাগ বিশেষ করে সমুদ্র সম্বন্ধে গবেষণা সংক্রান্ত বিজ্ঞান।