বলিউড গায়ক আদনান সামির ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে আচমকা সরল সমস্ত পোস্ট। শেষ পোস্টে লেখা 'আলবিদা' স্বাভাবিকভাবেই গায়কের এমন পোস্ট দেখে উগ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা কেনই বা শেষে একটি মোশন পোস্টার রয়েছে, যাতে লেখা 'আলবিদা', সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি বহু ছবিতে গান গেয়ে বলিউডের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম আদনান সামি তিনি এদেশের নাগরিকত্বও পেয়েছেন, তাঁর এদেশে আসার কাহিনিও অনেকটা সিনেমার মতো কিন্তু কী এমন হল, যার জন্য ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে সমস্ত পোস্ট মুছে ফেললেন আদনান সামি? গায়কের ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে দেখা যাচ্ছে, সেখানে একটি পোস্ট ছাড়া আর কোনও পোস্ট নেই কেউ বলছেন, তাহলে কি সোশ্যাল মিডিয়া ছাড়লেন তিনি? আবার কেউ বলছেন, আদনান সামি কি ইন্ডাস্ট্রি ছাড়লেন? অনেকে এমনটাও ভাবছেন যে, তাহলে কি নতুন কিছু শুরু করতে চলেছেন আদনান সামি? আর সে কারণেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন? উত্তর সময় দেবে