বলিউড গায়ক আদনান সামির (Adnan Sami) ওজন কমানোর গল্প প্রেরণা দেয় বহু মানুষকে তাঁর ওজন ছিল ২২০ কেজি। আর আজ তিনি অতিরিক্ত ওজন কমিয়ে ৭৫ কেজিতে এসেছেন তিনি বলছেন, 'আমি এটা খুব সহজভাবে করেছি কারণ, এটা আমার করার দরকার ছিল জীবন আর মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল আমার ওজন। তবে, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতেই।' 'আমি নির্দিষ্ট নিয়ম মেনে চলেছি। খাবারে নজর দিয়েছি। কী খাচ্ছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে।' 'না ভাত, না রুটি, না তেল না চিনি। সব বন্ধ করেছিলাম। আশা করেছিলাম এর ফলে সামান্য কিছু ওজন হয়তো কমবে।' 'কিন্তু দেখলাম ১৩০ কেজি ওজন কমিয়ে ফেলেছি, এটা সেভাবে কোনও পরিকল্পনা করে করিনি। নিয়ম মেনে চলেছি।' 'কী খাচ্ছি, তা নিয়ে আজ খুবই সতর্ক থাকি আমি। আমি ফের আগের ওজনে ফিরে যেতে চাই না।' 'আমার মনে হয় না আমি বহু মানুষকে প্রেরণা দিতে পেরেছি বলে। আমি নিজে খুব খুশি যে এটা আমি করতে পেরেছি।' জানা যায়, ১৬ মাসে ২২০ কেজি থেকে নিজের ওজন ৭৫ কেজিতে এনেছেন আদনান সামি