স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে অমৃত মহোৎসব চলছেই ৭৬তম স্বাধীনতা দিবসে এ বার ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির আয়োজন এর আওতায় ২০ কোটি বাড়ির মাথায় ওড়ানো হবে জাতীয় পতাকা পতাকা উড়বে সরকারি ভবন, রাষ্ট্রায়াত্ত দফতর, রেস্তরাঁ, শপিং মল, টোলে যুব মোর্চাকে বিশেষ দায়িত্ব, জেলায় জেলায় পতাকা-মিছিল মানুষকে উৎসাহিত করার উদ্যোগ, স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসার আর্জি অমৃত মহোৎসবের অধীনেই চলবে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি খোদ অমিত শাহ তদারকিতে, মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা হয়েছে ব্লকস্তর পর্যন্ত প্রস্তুতির নির্দেশ বিজেপি-তে, বিশেষ বৈঠকে বলেন নাড্ডা দেশভক্তির ভাবনা প্রবল করতেই পতাকা ওড়ানোর এমন উদ্যোগ