ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৬এ ফোন। একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে এই ফোনের। গুগল পিক্সেল ৬এ ফোন ভারতে লঞ্চ হয়েছে ৪৩,৯৯৯ টাকায়। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে গুগল পিক্সেল ৬এ ফোন লঞ্চ হয়েছে। চক এবং চারকোল- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৬এ ফোন। অনুমান করা হচ্ছে, এই ফোনের বিক্রি শুরু হবে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেল শুরু হলে, অর্থাৎ ২৩ জুলাই থেকে। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের ট্রানজাকশন করলে ক্রেতারা ৪০০০ টাকা ছাড় পাবেন। এর ফলে ফোনের দাম কমে হবে ৩৯,৯৯৯ টাকা। ইএমআই অপশনের মাধ্যমেও এই ফোন কেনা যাবে। সেক্ষেত্রে প্রতি মাসে ১৫০৪ টাকা দিতে হবে। আগের কোনও পিক্সেল ফোন এক্সচেঞ্জ করলে তার পরিবর্তে ৬০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আর অন্য কোনও ফোন এক্সচেঞ্জ করলে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে।