সারা রাত জুড়ে একের পর এক হার্ট অ্যাটাক ঐন্দ্রিলা শর্মার। অন্তত ১০ বার।
প্রত্যেকদিন যেন একধাপ করে কঠিন হয়ে যাচ্ছে ঐন্দ্রিলা শর্মার লড়াইটা। শনিবারই অভিনেত্রীর অবস্থা সংকটজনক ছিল।
এদিন সন্ধেয় মৃদু কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিল ঐন্দ্রিলা। কিন্তু শনিবার রাতে যেন পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে হয়ে উঠল
এখন সিপিআর দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। কার্ডিয়াক অ্যারেস্টের পরে সিপিআর দিয়েই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।
ঐন্দ্রিলার স্বাস্থ্যের কোনওরকম উন্নতি নেই। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন অভিনেত্রী।
চিকিৎসকেরা সবসময় ঐন্দ্রিলার সঙ্গেই রয়েছেন। প্রয়োজনমতো অন্য হাসপাতাল থেকে ডেকে আনা হয়েছে বিশেষজ্ঞদেরও।
ঐন্দ্রিলার মুখে কোনও সাড় নেই। হাত পা নড়ছে না। বরং দ্রুত অবনতি হচ্ছে তাঁর স্বাস্থ্যের।
বৃহস্পতিবার রাত থেকেই রক্তচাপ বিপজ্জনকভাবে ওঠানামা করছে অভিনেত্রীর। ওষুধের ডোজ বাড়ানো হয়েছে।
কড়া অ্যান্টিবায়োটিকেও অভিনেত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি হচ্ছে না।
ঐন্দ্রিলার বেড়েছে ভেন্টিলেশন নির্ভরতা, শরীরের চাপমাত্রাও অনিয়ন্ত্রিত
সমস্ত দেখুন
জন্মদিনে তারা সুতারিয়া
'কথামৃত' ছবির বিশেষ স্ক্রিনিং
ছক ভাঙা সুস্মিতা সেন
কেমন আছেন ঐন্দ্রিলা ?