Image Source: Tara Sutaria Instagram

জন্মদিন বলে কথা। শুভেচ্ছার জোয়ার আসবেই।

তবে বলিউডের সতীর্থরা যে ভাবে তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠালেন, তাতে আলাদা করে নজরে তারা সুতারিয়া।

শনিবার ছিল তাঁর ২৭তম জন্মদিন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানান আদর জৈন।

প্রকাশ্যে স্বীকার না করলেও টিনসেল টাউনে গুঞ্জন, আদরের সঙ্গে কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা।

সারপ্রাইজের তখনও বাকি! শুভেচ্ছা আসে কো-স্টার অর্জুন কাপুরের থেকে।

তারার সঙ্গে নিজের একটি মজার ছবি পোস্ট করেন অর্জুন।উপরে ক্যাপশন, 'তারু, হ্যাভ আ ফারু ইয়ার আহেড!' '

এখানেই শেষ নয়। দিনভর শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া।

রকুলপ্রীত সিংহ থেকে সঞ্জনা সাংঘি, অনন্যা পান্ডে, সকলেই শুভেচ্ছা জানান গ্ল্যামারস অভিনেত্রীকে।

শুভেচ্ছা জানান টাইগার শ্রফ, দিশা পাটানিও। দিনের শেষে সব কিছুই ইনস্টাস্টোরিতে তুলে ধরেছিলেন তারা।

কাজের দিক থেকেও ব্যস্ত অভিনেত্রী। এর পর 'অপূর্বা' ছবিতে দেখা যাবে তারাকে।