মিস ইউনিভার্স, বলিউড অভিনেত্রী, দুই কন্যা সন্তানকে দত্তক নেওয়া, একাধিক সম্পর্কে জড়িয়েও একাই নিজের রাজত্ব তৈরি করেছেন সুস্মিতা। বঙ্গকন্যা আজ পূর্ণ করলেন ৪৭ বছর। মিস ইউনিভার্স হিসেবে কেরিয়ার শুরু করার পর বাকিদের মতো তৎক্ষণাতই প্রবেশ করেননি 'গ্ল্যামার' দুনিয়ায়। কিন্তু যখন তিনি পা রাখলেন অভিনয় জগতে, তখন নিজের ছাপ ছেড়ে গেলেন। মাত্র ২১ বছর বয়েস অভিনয় যাত্রা শুরু। প্রথম ছবি 'দস্তক'। অন্য ধারার চরিত্রের পর 'সির্ফ তুম' ছবির 'দিলবর' গানের সেই উজ্জ্বল পারফর্ম্যান্স। পরে ডেভিড ধবনের কমেডি ঘরানার ছবি 'বিবি নং ১'-এ অভিনয়। 'আঁখে', 'তুমকো না ভুল পায়েঙ্গে', 'ফিলহাল' যেখানে সারোগেসি ছিল গল্পের মূল বিষয়, ইত্যাদি ছবিতে কাজ করেছেন একের পর এক। নিজের গ্ল্যামের মোড়ক ঝেড়ে ফেলে ক্রাইম থ্রিলার 'সময়' ছবিতে দুর্দান্ত অভিনয় করেন। ২০২২ সালে দাঁড়িয়ে সুস্মিতা সেনের ঝুলিতে ওয়েব সিরিজ 'আরিয়া'র দুটি অত্যন্ত সফল সিজন রয়েছে। এছাড়া তাঁর হাতে রয়েছে আরও একটি ওয়েব সিরিজ।