কন্নড় ছবির জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিতা রায়, অভিনয় করেছেন কন্নড় ছাড়াও বাংলা, হিন্দি ছবিতে ২০০৭ সালে অভিনয়ে আত্মপ্রকাশ হয় ঐন্দ্রিতা রায়ের, বেশ কিছু সফল ছবিতে অভিনয় করেছেন 'মনশ্রী' ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের, প্রশংসিত হন বিভিন্ন মহলে রাজস্থানের উদয়পুরে বাঙালি পরিবারে জন্ম ঐন্দ্রিতা রায়ের, সেখানেই কেটেছে তাঁর ছোটবেলা পরবর্তীকালে পড়াশোনার জন্য মুম্বই পাড়ি দেন অভিনেত্রী, এরপর পাকাপাকিভাবে বেঙ্গালুরুতে থাকতে শুরু করেন পরিবারসহ জিৎ অভিনীত 'বচ্চন' ছবি দিয়ে বাংলা ছবির জগতে আত্মপ্রকাশ হয় ঐন্দ্রিতা রায়ের ঐন্দ্রিতা আরও বাংলা ছবিতে অভিনয় করেন, 'আমার আপনজন' ছবিতে দেখা যায় তাঁকে অভিনেতা দিগন্ত মঞ্চলেকে বিয়ে করেন ঐন্দ্রিতা, ১০ বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনয় ছাড়াও পশুপাখী, জীবজন্তুদের নিয়ে নানা কাজ করেন ঐন্দ্রিতা, তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে তাঁর পশুপ্রেম দেখা যায় আমিষজাতীয় খাবার খাওয়া ছেড়ে নিরামিষ খাবার বেছে নিয়েছেন ঐন্দ্রিতা