সুকন্যা সমৃদ্ধি যোজনায় দিনে ৪১৭ টাকা রাখলে মেয়াদ শেষে পাবেন ৬৩.৬৫ লক্ষ টাকা
৭.৬ শতাংশ সুদে এই বিপুল টাকা আসবে আমানতকারীর ঘরে।
সব মিলিয়ে ২১ বছরের স্কিমের মেয়াদ হলেও ১৫ বছর টাকা দিতে হয় সুকন্যা সমৃদ্ধি যোজনায় । বাকি ৬ বছর টাকা না দিলেও ইন্টারেস্ট পেয়ে যাবেন আপনি।
১০ বছরের ঊর্ধ্বে কোনও মেয়েকে এই যোজনার আওতায় আনা যাবে না। কোনও একটা পরিবার থেকে সর্বোচ্চ দুই মেয়ের জন্য অ্যাকাউন্ট খোলা যাবে।
মেয়ের জন্মের শংসাপত্র ছাড়াও জমাকারীর ঠিকানার প্রমাণ দেখাতে হবে স্কিমে। বছরে চাইলে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা রাখা যাবে অ্যাকাউন্টে।