করোনা পরিস্থিতিতে একাধিকবার পিছিয়েছে শাহিদ কপূর ও ম্রুণাল ঠাকুর অভিনীত 'জার্সি' ছবির মুক্তি। অবশেষে ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে এই ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেল।
এদিন মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে প্রকাশ পেল ছবির দ্বিতীয় ট্রেলার। হাজির হয়েছিলেন শাহিদ, ম্রুণাল ও পরিচালক।
মাস চারেক আগে 'জার্সি' ছবির প্রথম ট্রেলার মুক্তি পায় নেট মাধ্যমে। আজ কথা মতো দ্বিতীয় ট্রেলার মুক্তি পেল।
এই ছবিতে প্রথমবার ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে শাহিদকে। ইতিমধ্যেই 'জার্সি' ছবির দ্বিতীয় ট্রেলার প্রায় ৩ লক্ষেরও বেশি ভিউ হয়েছে।
প্রসঙ্গত, গত বছর মুক্তি স্থগিত হওয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন শাহিদ কপূর। গত মাসে তিনি 'জার্সি' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করেন।
'জার্সি'র নতুন মুক্তির দিন ঘোষণা করেন অভিনেতা শাহিদ কপূর। লেখেন, 'খুব খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের অনেক ভালোবাসার ছবি 'জার্সি' সারা বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল।
'জার্সি' ছবিটি তেলুগু ছবি 'জার্সি'র অফিশিয়াল হিন্দি রিমেক। জানা যায়, ছবিতে অভিনয়ের জন্য ৩১ কোটি টাকা পারিশ্রমিক নেন শাহিদ।
করোনার কারণে ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে নির্মাতাদের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়।
কিন্তু ছবিটি যাতে ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে সিনেমাহলে মুক্তি পায়, তার জন্য নিজের পারিশ্রমিক থেকে ৫ কোটি টাকা কমিয়ে দেন অভিনেতা।
শুধু তাই নয়, আনুষাঙ্গিক আরও খরচ বাবদ আরও ৫ কোটি টাকা কমিয়ে দেন তিনি। অর্থাৎ, মোট পারিশ্রমিকের থেকে ১০ কোটি টাকা কম নেন অভিনেতা।