মুক্তি পেল অজয় দেবগণের আগামী ছবি 'ভোলা'র ট্রেলার, অনুষ্ঠানে হাজির নায়িকা তব্বু। অ্যাকশন-এন্টারটেইনার ঘরানার এই ছবির ট্রেলার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মুখ্যভূমিকায় অজয় দেবগণ ও তব্বু এই ছবির পরিচালনা ও প্রযোজনা দুইই করেছেন অজয় দেবগণ। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভোলা'। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার।