এই বছর ৭ ও ৮ মার্চ, দোল বা হোলি উদযাপিত হবে। তৈরি রাখুন আপনার হোলির প্লে-লিস্ট। সাহায্যে আমরা। 'অঙ্গ সে অঙ্গ লগানা' - দোলের গান নিয়ে আবারও হাজির শাহরুখ খান। 'ডর' ছবির এই গানও হোলির জন্য বেশ জনপ্রিয়। 'হোরি খেলে রঘুবীরা' - অমিতাভ বচ্চনের হোলি নিয়ে আরও এক কালজয়ী গান এটি। ছবির নাম 'বাঘবান'। বন্ধু বা পরিজনের সঙ্গে দোল পালনের জন্য এই গান অপরিহার্য। 'লেটস প্লে হোলি' - 'ওয়াক্ত - দ্য রেস এগেনস্ট টাইম' ছবির এই গান শুনে কাউকে দেখে আপনারও বলতে ইচ্ছে করতে পারে, 'ডু মি এ ফেভার, লেটস প্লে হোলি'। 'রং বরসে' - দোল উৎসবের চিরসবুজ গান 'সিলসিলা' ছবির 'রং বরসে'। যে গানের কোনও ভূমিকা প্রয়োজন পড়ে না, রঙের উৎসব এই গান ছাড়া অসম্পূর্ণ। 'তুম তক' - গানের নিরিখে 'রাঞ্ঝনা' ছবির জুড়ি মেলা ভার। সঙ্গীতপ্রেমীর সেই ছবির দোলের এই গান অবশ্যই তাঁদের লিস্টে রাখবেন বলাই বাহুল্য। 'সোনি সোনি আঁখিও ওয়ালি' - বলিউডের প্লে লিস্টে শাহরুখ খান থাকবেন না তা কি হয়? যদি মনেও লাগে প্রেমের রং তাহলে 'মহব্বতেঁ' ছবির এই গান কিন্তু মাস্ট। 'লহু মুঁ লগ গয়া' - আবারও দীপিকা পাড়ুকোন, তবে এবার সঙ্গে রণবীর সিংহ। 'রাম লীলা' ছবির গানে যেমন আছে রঙের মজা, তেমনই প্রেমের হালকা ছোঁয়াও। 'বলম পিচকারি' - দীপিকা পাড়ুকোন, রণবীর কপূরের 'সুপার ফান' এই গান হোলির প্লে লিস্টে থাকতেই হবে। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির এই গান রঙিন। 'বদরিনাথ কি দুলহনিয়া' - দোল মানে খানিক নাচের গান তো মাস্ট। প্লে লিস্টে রাখতে পারেন বরুণ ধবন ও আলিয়া ভট্টের 'বদরি কি দুলহনিয়া'। 'হোলি কে দিন' - হোলির দিনের জন্য আরও একটি হিন্দি গান যেটা তালিকায় না থাকলেই নয় তা হল 'শোলে' ছবির 'হোলি কে দিন' গানটি।