এখন বলিউডের নতুন চর্চিত জুটি অর্জুন কাপুর-তারা সুতারিয়া। দুজনে যে 'এক ভিলেন রিটার্নস'-ছবির শুটিংয়ে কতটা হুল্লোড় করেছেন, তারার ইনস্টাগ্রামেই তার ভুরি ভুরি প্রমাণ। মঙ্গলবার আরও বেশ কয়েকটি 'বিহাইন্ড দ্য সিনস' ছবি ফাঁস করলেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশন, 'আমরা এরকমই।...' অভিনেত্রী যে তাঁর গাল টিপতে ভালোবাসেন, সে ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় আগেই 'সরব' অর্জুন। ছবির একটি গানের শুটিংয়ের সময় যা হচ্ছিল, তারও ছবি দিয়েছেন তারা। গানের নাম 'শামত'। অভিনেত্রী লিখেছেন, 'ছবিটার জন্য প্রথম এই গানেরই রেকর্ডিং ও ফিল্মিং করেছিলাম।' প্রথম বারের যে কোনও অভিজ্ঞতাই যে স্পেশ্যাল হয়, সেটাও লিখেছেন বলি-তারকা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের খুনসুটির ছবি তো আগেই জনপ্রিয়। পর্দায় দুজনে কী করেন, এবার সেটাই দেখার।