ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হয়েছেন অজিত আগরকর



জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কত টাকার চুক্তি হয়েছে জানেন?



বিরাট বেতনবৃদ্ধি-সহ দায়িত্ব নিয়েছেন আগরকর



তাঁর আগে নির্বাচক প্রধান হিসাবে চেতন শর্মা পেতেন বছরে ১ কোটি টাকা



বাকি চার নির্বাচক ৯০ লক্ষ টাকা করে পান



তবে বোর্ড সূত্রে খবর, আগরকর পাবেন বছরে ৩ কোটি টাকা



অর্থাৎ ৩০০ শতাংশ বেতনবৃদ্ধি হয়েছে



দিল্লি ক্যাপিটালসের সঙ্গে মোটা অঙ্কের আর্থিক চুক্তি ছিল আগরকরের



প্রধান নির্বাচক হওয়ায় সেই দায়িত্ব ছাড়তে হয়েছে তাঁকে



সেই ক্ষতিপূরণের জন্যই এই বিপুল অঙ্কের চুক্তি আগরকরের সঙ্গে