দীর্ঘ অপেক্ষার অবসান। মুক্তি পেল অক্ষয় কুমার, সোনু সুদ, মানুষী চিল্লার অভিনীত পিরিয়ড ড্রামা 'পৃথ্বীরাজ'-র ট্রেলার।

ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে করোনার কারণে একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যায়।

আজ, সোমবার, মুম্বইয়ে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলার মুক্তি পেল। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালনা করেছেন এই ছবির। যশ রাজ ফিল্মসের ব্যানারে আসছে।

নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে, ছবিটি তৈরি হয়েছে।

নির্দয় আক্রমণকারী মহম্মদ ঘোরীর বিরুদ্ধে কিংবদন্তি যোদ্ধার বীরের মতো লড়াই দেখানো হবে । ট্রেলার সেই গল্পের ছোঁয়া স্পষ্ট।

নাম ভূমিকায় অক্ষয় কুমার। মানুষী চিল্লারের ডেবিউ ছবি, পৃথ্বীরাজের প্রেমিকার চরিত্রে দেখা যাবে।

ছবির কলাকুশলীরা ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'শৌর্য্য ও বীরত্বের অমর গল্প... এটি সম্রাট পৃথ্বীরাজ চৌহানের গল্প।'

এদিনের অনুষ্ঠানে পরিচালকের সঙ্গে ছিলেন অক্ষয় ও মানুষী। হাজির ছিল ছবির গোটা টিম।

কালো শেরওয়ানিতে অক্ষয় কুমারকে দেখা গেল। ঝলমলে গোলাপী লেহঙ্গায় নজর কাড়লেন মানুষী।

'পৃথ্বীরাজ' হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। নতুন মুক্তির তারিখ অনুযায়ী প্রেক্ষাগৃহে এটি ৩ জুন থেকে দেখা যাবে।