বিশ্বভারতীতে উদযাপন করা হল কবিগুরুর ১৬১তম জন্মদিন।

ভোর ৫টায় বৈতালিক, ৬টায় রবীন্দ্রভবনে কবিকণ্ঠ ও ৭টায় উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ হয়।

এরপর ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে পালন করা হল কবিগুরুর জন্মদিন।

উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী, অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়ারা।

গানে-গল্পে-কবিতায় রবি-বরণ৷ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ।

মুখ্যমন্ত্রী শ্রদ্ধাজ্ঞাপন করে ট্যুইটে লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধা।

রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

ভাবনাচিন্তা ও বিরাট কর্মকাণ্ডের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন বলে মত নমোর৷

রবীন্দ্রজয়ন্তীর সকালে টুইট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

টুইটের ক্যাপশনে প্রধানমন্ত্রী লেখেন, গুরুদেব ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে প্রণাম জানাই ৷