সঞ্চয়ের পাশাপাশি সুরক্ষিত তহবিলের কথা ভাবছেন, রেকারিং ডিপোজিট দিতে পারে সেই সুবিধা।
আপনি যদি সঞ্চয়ের জন্য কোনও ভাল স্কিম খোঁজেন, তবে পোস্ট অফিস বা স্টেট ব্যাঙ্কের আরডিতে ভাল সুদ পেতে পারেন।
আপনার অ্যাকাউন্ট মাসের প্রথম 15 দিনের মধ্যে খোলা হলে তখনই আরডি-র টাকা অ্যাকাউন্টে দিতে হবে।
আপনি যদি মাসের প্রথম 15 দিনের পরে আপনার অ্যাকাউন্ট খোলেন, তবে আপনাকে মাসের শেষ তারিখের আগে অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে।
স্টেট ব্যাঙ্কে আপনি 1 বছর থেকে 10 বছরের জন্য RD অ্যাকাউন্ট খুলতে পারেন।
এছাড়াও, আপনি আরডি রেখে ঋণও নিতে পারেন। আপনি এই অ্যাকাউন্টটি ন্যূনতম 12 মাসের জন্য খুলতে পারেন।
18 বছরের বেশি বয়সী যেকোনও ব্যক্তি RD অ্যাকাউন্ট খুলতে পারেন। নাবালকের বয়স 10 বছরের বেশি হলেতার নামেও অ্যাকাউন্ট খোলা যায়।