আগামী ১৮ মার্চ মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'বচ্চন পাণ্ডে' এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে কৃতী শ্যানন, আরশাদ ওয়ার্সি, জ্যাকলিন ফার্নান্ডেজকে মুক্তি পাওয়ার আগে থেকে মুম্বই জুড়ে নানা জায়গায় প্রোমোশন করছেন অভিনেতারা আজ জুহুতে 'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশনে দেখা গেল চার তারকাকে দক্ষিণ কোরিয়ার ছবি 'আ ডার্টি কার্নিভ্যাল'-এ অনুপ্রাণিত হয়ে দক্ষিণ ভারতের ছবি 'জিগরথান্ডা' তৈরি হয় তামিল 'জিগরথান্ডা' ছবিরই হিন্দি রিমেক 'বচ্চন পাণ্ডে' বেশ কিছুদিন আগেই 'বচ্চন পাণ্ডে' মুক্তি পাওয়ার কথা ছিল করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি পিছিয়ে যায় ইতিমধ্যেই 'বচ্চন পাণ্ডে' ছবির ট্রেলার এবং গান মুক্তি পেয়েছে নেট দুনিয়ায় পরিচালক ফারহাদ সামজির ছবি 'বচ্চন পাণ্ডে' নিয়ে আশাবাদী নেট নাগরিকরাও