মুম্বইয়ের বান্দ্রায় দেখা মিলল দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভুর।

নীল ডেনিমের সঙ্গে কালো টপ পরেছিলেন তিনি। মাথায় ছিল মানানসই টপ নট খোঁপা।

সদ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'শকুন্তলম'-এর পোস্টার শেয়ার করেছেন 'ও অন্তাভা' অভিনেত্রী সামান্থা প্রভু

'দ্য ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেত্রী সামান্থা প্রভুকে শেষবার পর্দায় দেখা গিয়েছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' ছবির জনপ্রিয় গান 'ও অন্তাভা'-তে।

পাশাপাশি সম্প্রতি জানা গিয়েছে, সামান্থা প্রভুর (Samantha Ruth Prabhu) আগামী ছবি 'যশোদা' (Yashoda) ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।

'যশোদা' ছবির জন্য একটি বিশালকার সেট তৈরি হয়েছে যার তৈরি খরচ পড়েছে প্রায় ৩ কোটি টাকা।

জানা গেছে যে সামান্থার আসন্ন সিনেমা 'যশোদা'-এর নির্মাতারা আপাতত শ্যুটিংয়ের জন্য সেই বিশাল সেট তৈরি করতে ব্যস্ত।

জানা গেছে যে সামান্থার আসন্ন সিনেমা 'যশোদা'-এর নির্মাতারা আপাতত শ্যুটিংয়ের জন্য সেই বিশাল সেট তৈরি করতে ব্যস্ত। একটি সাত তারা হোটেলের আদলে জমকালো সেট তৈরি করা হয়, যা সিনেমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটগুলির মধ্যে অন্যতম।

আগামী ছবি শকুন্তলা রূপে সামান্থা ছাড়াও দুঃষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে। কালীদাসের জনপ্রিয় কাব্য শকুন্তলার উপর নির্ভর করেই এই ছবি তৈরি হচ্ছে।

ছবি পোস্ট করে সামান্থা লিখেছেন, 'শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা'।