অতি সাধারণ সাজগোজ, আর মিষ্টি হাসি মুখে তাতেই এ যাবৎ মন জিতে এসেছেন, ফের মন কাড়লেন শ্রদ্ধা কপূর মুম্বইয়ে দেখা মিলল শ্রদ্ধার, তাও আবার ফেরিঘাটে বিজ্ঞাপনের শ্যুটিং ছিল মাড আইল্যান্ডের কোনও জায়গায় বিলাসবহুল গাড়ি নয়, ফেরিতে চেপেই রওনা দেন পরনে ছিল সাদামাটা সালোয়ার-কামিজ, পায়ে স্যান্ডাল, গলায় ওড়না খোলা চুল আর মুখে মিষ্টি হাসি, তাতেই নজর কাড়লেন নায়িকা ফেরিঘাটে জুটল অনুরাগীও, উপহার পেলেন ফুল-উপহার অনুরাগীকে জড়িয়ে ধরে ভালবাসা জানালেন অভিনেত্রীও বিজ্ঞাপনের পাশাপাশি ছবির কাজেও ব্যস্ত শ্রদ্ধা লভ রঞ্জনের ছবিতে রণবীর কপূরের সঙ্গে কাজ করছেন