দুই থেকে তিন হয়েছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর
৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া
সেই থেকে হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি
ঘন ঘন তাঁকে দেখতে যাচ্ছিলেন নীতু কপূর ও বাকিরা
বৃহস্পতিবার বাড়ি ফিরলেন আলিয়া ও তাঁর মেয়ে
সকালেই হাসপাতালে পৌঁছন রণবীর ও নীতু
তার পর গাড়িতে চেপে সোজা বাড়ির পথে রওনা দেন
তোয়ালে জড়িয়ে মেয়েকে নিজের কোলেই রাখেন রণবীর
পিছনের গাড়িতে ছিলেন নীতুও
শেষ মেশ খুদেকে নিয়ে বাড়ি ফিরলেন