অমিতাভ বচ্চনকে বর্তমানে বড় পর্দার পাশাপাশি দেখা যাচ্ছে ছোট পর্দাতেও

টেলিভিশনের জনপ্রিয় ক্যুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র সিজন ১৪ সঞ্চালনা করছেন তিনি

আর সেখানেই সম্প্রতি এক প্রতিযোগী এসেছিলেন। যিনি নিজের সম্পূর্ণ নাম বলেন রুচি

কেন তিনি পদবি ব্যবহার করেন না, সে সম্পর্কে বলেন, আমার মনে হয় পদবি আসলে আমাদের একটা ধর্ম, বর্ণের তালিকায় ফেলে দেয়

আমি মনে করি, আমাদের প্রথম নামটাই যথেষ্ট নিজের সম্পর্কে বলার জন্য। এটা আপনার নিজের পরিচয়

আমার মতো আমার স্বামীরও নিজের একটা পরিচয় রয়েছে, এটা এখন নয়। ছোটবেলা থেকেই।

প্রতিযোগীর নিজের নামের এই ব্যাখ্যা শোনার পরই অমিতাভ বচ্চন তাঁর পদবির আসল রহস্য ফাঁস করেন

বলেন, 'আমার বাবা কখনওই এই জাতি- ধর্ম- বর্ণের তালিকায় পড়তে চাননি। তাঁর 'পদবি' বচ্চন আসলে ওঁর কবি-নাম বা ছদ্মনাম। এই নামেই তিনি কবিতা লিখতেন

আমাকে স্কুলে ভর্তি করার সময় শিক্ষকরা জানতে চান যে, তিনি আমার পদবি কী লিখতে চান। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন যে, তিনি আমার পদবি 'বচ্চন' রাখবেন

আমিই এই পরিবারের প্রথম সদস্য যে 'বচ্চন' পদবি পেয়েছি।'