বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ। নাম 'হস্টেল ডেজ়'।

অভিনয়ে একগুচ্ছ মুখ। রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, অর্পণ ঘোষাল, রোহন ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য। দেখা যাবে কাঞ্চন মল্লিককেও।

সিরিজের মাধ্যমে দর্শক ফিরে পাবেন তাঁদের কলেজ জীবনের স্মৃতি। পরিচালনায় সৌভিক মণ্ডল ও সাত্যকি কুণ্ডু।

ইঞ্জিনিয়ারিং হোস্টেল জীবনের মজা ও তিন 'মিসফিট' কলেজ বন্ধুর দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক জীবনের বৈপরীত্য উঠে আসবে গল্পে।

তিন বন্ধু লড়াই করে আলাদা হয়ে যায়। আবার ১৫ বছর পর খাবারের মাধ্যমেই তারা কীভাবে আবার একত্রিত হয় তাঁরা, সেই গল্প জানা যাবে।

সিরিজে বিখ্যাত ফুড ব্লগার ওজি ওরফে অর্কর চরিত্রে দেখা যাবে অনিন্দ্যকে।

ব্যাঙ্ক কর্মচারী কপিলের চরিত্রে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে।

অন্যদিকে উত্তরবঙ্গে নিজের রেস্তোরাঁ মালিক পরীক্ষিতের চরিত্রে দেখা যাবে অর্পণ ঘোষালকে।

সম্প্রতি হয়ে গেল ওয়েব সিরিজের মিউজিক লঞ্চ।

এই সিরিজের জন্য বন্ধুত্বে বিশেষ অ্যান্থেম তৈরি করেছে 'হইচই'। নাম 'কুড়মুড় কুড়মুড় ধুম ধারাক্কা'।