চোখ ধাঁধানো গোলাপি পোশাকের ওপর সোনালি জরির কাজ, সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে আলিয়ার নতুন পোশাক। নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-র প্রচারে নজর কাড়ল আলিয়ার গোলাপি সারারা। হবু মা আলিয়া ভট্টের এই পোশাক প্রস্তত করেছেন আবু জানি সন্দীপ খোসলা। তবে আলিয়ার এই পোশাকে একটি বিশেষত্ব রয়েছে, তা তাঁর পিঠের জরির কাজে। গোলাপি পোশাকের সঙ্গে চুল খোলা রেখেছিলেন আলিয়া, কানে পরেছিলেন ভারি দুল। আসন্ন মাতৃত্বের খবর দেওয়ার পরেই ঢিলেঢালা পোশাকেই স্বচ্ছন্দ আলিয়া, অধিকাংশ পোশাকেই স্পষ্ট নয় তাঁর বেবিবাম্প। আলিয়ার এই পোশাকের পিছনে চুমকি আর জরির কাজে লেখা 'বেবি অন বোর্ড' অর্থাৎ সন্তান আসছে। এদিন আলিয়ার পাশেই কালো পোশাকে হাজির ছিলেন রণবীর, চুল সরিয়ে পোশাকের পিঠের নকশাও দেখান আলিয়া। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে আলিয়া-রণবীরের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'