২০১২ সালে মুক্তিপ্রাপ্ত 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির সঙ্গে বলিউডের এক নতুন প্রজন্মের সূচনা করেন কর্ণ জোহর। এই ছবির হাত ধরে সাফল্যের সঙ্গে তিন নতুন মুখ বরুণ ধবন, আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মলহোত্রকে লঞ্চ করেন কর্ণ। এই ছবি যদিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, তবে ছিল পজিটিভ রিভিউও। বক্স অফিসে সাফল্য পায় 'SOTY'। এই ছবির সিক্যুয়েল মুক্তি পায় ২০১৯। সঙ্গে অবশ্যই লঞ্চ করে আরও একঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রীকে। প্রিক্যুয়েলের মতোই 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' ছবিতে কর্ণের হাত ধরে অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া পা রাখেন বলিউডে। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি এবার তাঁদের তৃতীয় ছবি নিয়ে আসতে চলেছে, সঙ্গে অবশ্যই থাকবেন নতুন 'ছাত্রছাত্রী'রা। শোনা যাচ্ছে কর্ণ জোহর 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩'-এর মুক্তির কথা ভাবছেন ওটিটি প্ল্যাটফর্ম, ডিজনি প্লাস হটস্টারে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শানায়া কপূরকে। অর্থাৎ এই ছবির হাত ধরে তিনি ওটিটিতেও ডেবিউ করবেন। এই ছবির গল্প এখনও লেখা হচ্ছে বলেই খবর। ফলে ছবি সম্পর্কে আরও তথ্য এখনই প্রকাশ্যে আসেনি। শানায়ার সঙ্গে এবারের ছবিতে কে কে যোগ দেন, তা জানতে উৎসুক দর্শক।