ভারতে নতুন ফোন লঞ্চ করবে মোটোরোলা সংস্থা। শোনা যাচ্ছে, এই ফোন একটি বাজেট ফ্রেন্ডলি মডেল হতে চলেছে। মোটো ই১৩ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম থাকবে সাধ্যের মধ্যে। মোটোরোলা 'ই' সিরিজের আসন্ন ফোন মোটো ই১৩ ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মোটো ই১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতে এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। কসমিক ব্ল্যাক, অরোরা গ্রিন এবং ক্রিম হোয়াইট- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে মোটোরোলা 'ই' সিরিজের এই ফোন। মোটো ই১৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। একবার চার্জ দিলে ৩৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি সংস্থার। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। মোটোরোলা 'ই' সিরিজের এই ফোনে একটি ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে।