আজ জন্মদিন জনপ্রিয় গায়ক অমিত কুমারের, চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর সেরা কিছু গানে আর. ডি বর্মনের সুরে 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়' গানটি অমিত কুমারের জীবনের গেম চেঞ্জার হিসেবে মনে করা হয় 'বাতো বাতো মে' ছবির প্রত্যেকটা গানই দুর্দান্ত হিট হয়, 'না বোলে তুম না ম্যায়নে কুছ কাঁহা' গানটি ক্লাসিক বলিউড গানের তালিকায় অন্যতম 'তেজাব' ছবির এই গানে পর্দায় অনিল কপূর ও মাধুরী দীক্ষিত, তাঁরা ঠোঁট মেলাচ্ছেন 'কেহ দো কে তুম হো মেরি' গানে কুমার গৌরবের কেরিয়ারের অন্যতম হিট ছবি 'লভ স্টোরি', এই ছবির জনপ্রিয় গান 'ক্যায়সা তেরা পেয়ার ক্যায়সা গুস্সা হ্যায় তেরা' পর্দায় অমিতাভ বচ্চন, রাখি, রণধীর কপূর, 'আতি রহেগি বাহারে' গানটিতে অমিত কুমার সঙ্গী হন বাবা কিশোর কুমারের 'হম' ছবির 'সনম মেরে সনম' গানটিতে পর্দায় দেখা যায় গোবিন্দা এবং শিল্পা শিরোদকরকে কিশোর কুমারের মৃত্যুর পর বাবার জন্য গান বাঁধেন অমিত কুমার, 'পিয়ানোটা পড়ে আছে ধুলো মেখে গায়ে' অমিত কুমারের সমস্ত অ্যালবামের মধ্যে 'সাগরিকা'র নাম উল্লেখযোগ্য, প্রত্যেকটা গানই ব্যাপক জনপ্রিয় হয়, তার মধ্যে 'সাগরিকা' গানটি অন্যতম কিশোর কুমার ও রুমা গুহঠাকুরতার সন্তান অমিত কুমার, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা