Image Source: pixabay

দুধ থেকে তৈরি হয় চিজ। আর তাই এতে ভরপুর ক্যালসিয়াম থাকে।

Image Source: pixabay

ক্যালসিয়ামের ভাল উৎস হওয়ার কারণে হাড়ের ক্ষয় সংক্রান্ত সমস্যা ঠেকাতে সাহায্য করে।

Image Source: pixabay

দাঁতের ক্ষয় রোধেও কাজ করে চিজের পুষ্টিগুণ। তবে মেপে খেতে হবে।

Image Source: pixabay

যাঁরা ওজন বাড়াতে চান, তাঁদের জন্য ডায়েটে রাখতে হবে চিজ।

Image Source: pixabay

প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে চিজে। তাই সুস্থভাবে ওজন বাড়ানোর জন্য এটা কার্যকরী।

Image Source: pixabay

দুধ থেকে তৈরি হয় বলে, প্রাণীজ প্রোটিনেরও ভাল উৎস চিজ।

Image Source: pixabay

খাবারে চিজের পরিমিত ব্যবহার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

Image Source: pixabay

পরিমিত ভাবে এবং ঠিকমতো ব্যবহার করলে গর্ভবতীরা চিজ থেকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পাবেন।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।