টলিউডে এক নম্বর নায়িকা ছিলেন, আজকাল কার্যত নিভৃতেই সংসার, ছেলে সামলাতে ব্যস্ত, সঙ্গে টুকিটাকি কাজ এ বার একটি গহনা সংস্থার অনুষ্ঠানে ধরা দিলেন নুসরত বেবি পিঙ্ক পোশাকে অনন্য রূপে ধরা দিলেন নুসরত বেছে বেছে দেখালেন নিজের পছন্দের গয়নাও গয়নার মাধ্যমেই চরিত্র ফুটে ওঠে বললেন নুসরত তবে পর্দায় ফিরবেন কবে! জবাব দিলেন না নুসরত সম্প্রতি টক শো হোস্ট হিসেবে দেখা গিয়েছিল নুসরতকে অন্য রূপে সেখানে ধরা দিয়েছিলেন, অকপট ছিলেন সব কিছুতেই নিজের শর্তে বাঁচেন তিনি, বার বার প্রমাণ করে চলেছেব