ফটোশ্যুটে যাওয়ার পথে মুম্বইতে ক্যামেরাবন্দি অনন্যা পাণ্ডে। ব্যাগি জিন্স আর ক্রপ টপে নজর কাড়ছেন অনন্যা। পায়ে স্লিপার্স পরেছিলেন অনন্যা, খোলা রেখেছিলেন কাঁধ অবধি চুল। কাঁধে মানানসই বড় ব্যাগ নিয়েছিলেন অনন্যা, মুখে ন্যুড মেক আপ। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ দিয়ে বলিউডে পা রাখেন অনন্যা। ঈশান খট্টরের সঙ্গে 'খালি পিলি' সিনেমায় অভিনয় করেন অনন্যা। গেহরাইয়াঁ-তে দীপিকা পাডুকোনের সঙ্গে স্ক্রিনশেয়ার করেন অনন্যা। আগামীতে 'লাইগার' ছবিতে দেখা যাবে অনন্যাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অনন্যা, একাধিক উদ্যোগ নিয়েছেন তিনি। এরপর আয়ুষ্মান খুরানার সঙ্গে ড্রিম গার্ল ২-তে দেখা যাবে অনন্যাকে।